Kolkata Queer Literary Festival 2018


Kolkata Queer Literary Festival 2018 happened on 5th January 2019, Saturday at Goethe-Institut / Max Mueller Bhavan Kolkata.Hosted by West Bengal Forum for Gender and Sexual Minority Rights – Wbfgsmr

IMG_5361_Sukanta Pal_LR
IMG_5367_Sukanta Pal_LR
IMG_5363_Sukanta Pal_LR
IMG_5370_Sukanta Pal_LR

Kolkata Queer Lit Fest 2019.

Kolkata Queer Lit Fest, 2019 is a platform to expand the scope of conversations about queer longings and belongings that we have been trying to initiate, from a literary perspective, as well as, to introduce the nuances and narratives of the spectrum we identify as Queer. The gender and sexual minority communities are quite diverse and so not everyone in the community has the same experiences. Everyone has a unique story and we want to hear yours. So we are committed to providing you with an enabling space where you can share your story and listen to the stories of other like-minded people. So let us celebrate the diverse range of identities and experiences in the queer and other marginalized communities through literature.

IMG_5368_Sukanta Pal_LR
IMG_5373_Sukanta Pal_LR
IMG_5379_Sukanta Pal_LR
IMG_5381_Sukanta Pal_LR
IMG_5383_Sukanta Pal_LR
IMG_5385_Sukanta Pal_LR

Kolkata Queer Lit Fest, 2019 is being organised under the banner of Kolkata Rainbow Week, which is an initiative of the West Bengal Forum for Gender and Sexual Minority Rights. Kolkata Rainbow Week is a collectivist approach of several NGOs, allies, and other informal network working in Kolkata and its surrounding districts to organize several events pertaining to queer and other marginalized lives between January 5 and January 13, 2019.

IMG_5387_Sukanta Pal_LR
IMG_5392_Sukanta Pal_LR
IMG_5396_Sukanta Pal_LR
IMG_5403_Sukanta Pal_LR

Bengali Version (Copy form Facebook event page)

কোলকাতা ক্যুয়ার সাহিত্য উৎসবের অফিসিয়াল ফেসবুক পেজে আপনাদেরকে স্বাগত!

প্রান্তিক লিঙ্গ ও যৌন সম্প্রদায় সহ অন্যান্য প্রান্তিক সম্প্রদায়ের মানুষদের প্রতিদিনের বেঁচে থাকার কথা, তাঁদের জীবনের রোজনামচা, লড়াই, সম্পর্কগুলো, বা যৌনতা, বা ডিপ্রেশনের মুহুর্ত, একা থাকার ইচ্ছা বা একা থাকার অভ্যাস, ইত্যাদি সবকিছুর সাহিত্যিক বা কাব্যিক রুপগুলিকে তুলে ধরতেই মূলতঃ কোলকাতা ক্যুয়ার লীট ফেস্টের কথা ভাবা। আমরা অনেকেই জানি যে প্রান্তিক লিঙ্গ ও যৌন সম্প্রদায় কেবলমাত্র একধরণের মানুষের গোষ্ঠী নয়। আমাদের মধ্যে বিভিন্নতা আছে, আমাদের মধ্যে অনেকরকমের মানুষ নিজেদের পরিচয় এবং অভিব্যক্তি নিয়ে আছেন। ফলে তাঁদের প্রত্যেকের অভিজ্ঞতাও বিভিন্ন, প্রতিটি মানুষের কিছু গল্প বলার থাকে। কেউ সেটাকে গল্পের আকারে লেখেন, কেউ কবিতার আকারে, কেউ বা এখাধিক মানুষের গল্প, কবিতাকে একত্রিত করে পত্রিকা প্রকাশ করেন, কেউ বা সেইসব পত্রিকার সম্পাদনার কাজে যুক্ত থাকেন। এবং আমরা সেইসমস্ত গল্প-কবিতা, তাঁদের কাজের কথা শুনতে চাই আরো বেশি করে। কোলকাতা ক্যুয়ার সাহিত্য উতসবের মাধ্যমে আমরা এমন একটা প্ল্যাটফর্ম আমাদেরকে দিতে দৃঢ়প্রতিজ্ঞ যেখানে আমরা সবাই নির্ভয়ে নিজেদের কথা বলতে পারব, অপরের সাথে ভাগ করে নিতে পারব বিশেষ মুহুর্তে লেখা কিছু গল্প-কবিতা। হয়তো আমাদের সেই না বলা কথা, না পড়া কবিতারা আরো কিছু মানুষকে উদ্বুদ্ধ করবে নিজেদের পরিচয় নিয়ে সমাজের চোখের দিকে চোখ রেখে বেঁচে থাকার লড়াইটা চালিয়ে যেতে। তাই আসুন না, সবাই মিলে জীবনের অভিজ্ঞতার সেই না বলা কথাগুলোকে একে অন্যের সাথে ভাগ করে নিই।

কোলকাতা ক্যুয়ার সাহিত্য উৎসব এই বছর কোলকাতা রেইনবো উইক বা সপ্তাহের ব্যনারে অনুষ্ঠিত হতে চলেছে। কোলকাতা রেইনবো উইক হল ওয়েস্ট বেঙ্গল ফোরাম ফর জেন্ডার এন্ড সেক্সুয়াল মাইনরিটি রাইটস নামক ইনফর্মাল কালেক্টিভের পক্ষ থেকে নেওয়া উদ্যোগ, যেখানে প্রায় ১০ দিন ব্যাপী কোলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকায় ক্যুয়ার এবং অন্যান্য প্রান্তিক মানুষদের নিয়ে কাজ করা কিছু সংগঠণ এবং অন্যান্য কালেক্টিভের পক্ষ থেকে বিভিন্ন ইভেন্ট করার কথা ভাবা হচ্ছে। কোলকাতা ক্যুয়ার লীট ফেস্ট এবং কোলকাতা রেইনবো কার্নিভাল, ২০১৯ এই উদ্যোগের অংশ। তাই আসুন, কোলকাতা ক্যুয়ার সাহিত্য উৎসব সহ অন্যান্য ইভেন্টে যোগদান করুন, যাতে আমরা সবাই মিলে আমাদের মধ্যেকার বিভিন্নতাকে আরো একবার উদযাপন করি।

IMG_5400_Sukanta Pal_LR
IMG_5404_Sukanta Pal_LR
IMG_5408_Sukanta Pal_LR

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.